আজ আমার টিউনের বিষয় কিভাবে আপনি একটি ব্যাংক Account খুলবেন। যদি আপনার বয়স ১৮ বছর এর কম হয়।
ব্যাংক Account এখনকার দিনে খুবই দরকারি একটি বস্তুতে পরিনত হয়েছে। আমরা এখন ছোট-বড় সবাই প্রায় Outsourcing বা Freelancing-এর সাথে জরিয়ে পরেছি। কিন্তু আমাদের সব থেকে বড় সমস্যা হলো ব্যাংক Account কারন যাদের বয়স ১৮ বছরের কম তারা ব্যাংক Account খুলতে পারেনা।
তাই অনলাইনে আয় করা টাকা তাদের হাতে আনতে অনেক বেগ পেতে হয়।
কিন্তু PRIME BANK আপনাকে সুযোগ দিচ্ছে আপনাদের অর্থাৎ যাদের বয়স ১৮ বছর এর কম তাদের ব্যাংক Account খোলার। এটা হলো PRIME BANK- Student Banking program.
এই ব্যাংক Account খুলতে আপনার প্রয়োজন হবে-
i)আপনার স্কুল বা কলেজের ID কার্ড
ii) আপনার মা/বাবার ভোটার ID কার্ড
iii) আপনার জন্ম নিবন্ধন
iv) আপনার এবং যার ভোটার ID কার্ড তার Passport Size এর ছবি ৩টি
v)আপনার চারিত্রিক সনদ
ব্যাংক Account খুলতে আপনাকে খরচ করতে হবে মাত্র ১০০ টাকা।
যার থেকে ৩৭ টাকা কেটে নেওয়া হবে আপনার Check book তৈরি করার জন্য।
ব্যাংক Account খুললে আপনি পাবেন একটি Check book একটি Master Debit Card যা দিয়ে আপনি যেকোন ATM থেকে টাকা উত্তলন করতে পারবেন। দোকান থেকে কেনাকাটা করতে পারবেন। DBBL এর ATM থেকে টাকা তুলতে পারবেন কোন অতিরিক্ত চার্জ ছাড়াই। এছাড়াও Master Card Logo আছে এমন ATM থেকেও টাকা তুলতে পারবেন। এর জন্য আপনাকে ২৭ টাকা চার্জ দিতে হবে।
Master Debit Card এর জন্য আপনাকে কোন টাকা প্রদান করতে হবে না। এমন কি এর বার্ষিক কোন চার্জও নেই। কোন Hidden চার্জও নেই।
তাই দেরি না করে যাদের আসলেই ব্যাংক Account দরকার আছে তারা আপনাদের নিকটস্থ PRIME BANK-এ যোগাযোগ করুন।
3 comments
Write commentsলিমিট কত?
Replyযদিও ওরা লিমিট এর কথা বলে। কিন্তু আমি কোন লিমিট এখনো পাইনি।
Replytest comment
Replyআলোচনাআলোচনা ইমুটিকনইমুটিকন