যেকোনো লিখাকে অডিও ফাইলে রূপান্তর করুন ও সেভ করুন পিসি/ল্যাপটপ দিয়ে

iklan banner
আজ আপনাদের দেখাবো কিভাবে যেকোনো লিখাকে অডিও হিসেবে শুনা ও অডিও ফাইলে রূপান্তর করা যায়।

যেভাবে করতে হবে

এই কাজটি করতে প্রথমেই আপনার কাছে থাকতে হবে Balabolka নামক সফটওয়্যারটি। প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।

ডাউনলোড লিঙ্ক -
link 1       link 2

ডাউনলোড করা হয়ে গেলে সফটওয়্যারটি ইনস্টল করে রান করুন।
এবার যেকোনো লিখা লিখুন, লিখা শেষ হয়ে গেলে তা সিলেক্ট করে প্লে বাটনে ক্লিক করুন তাহলেই আপনার লিখাটির অডিও বলা চালু হয়ে যাবে। আপনি চাইলে লিখাটির অডিও ফাইলও সেভ করে রাখতে পারেন, তাঁর জন্য আপনাকে ফাইল মেনুতে গিয়ে সেভ অডিও ফাইল বাটনে ক্লিক করতে হবে।
কারো কিছু বলার থাকলে বা সমস্যা হলে টিউমেন্ট করুন। তো বন্ধুরা আজ কে এই পর্যন্ত আবার অন্য কোনো দিন হাজির হব অন্য কোনো টিউন নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।
ভালো থাকুন, আবার দেখা হবে পরবর্তী টিউনে। সেখানে নতুন কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব।
পরবর্তী পোষ্ট
« Prev Post
পূর্ববর্তী পোষ্ট
Next Post »