আজ আপনাদের জন্য নিয়ে এলাম এমন একটি এপ যার মাধ্যমে অতি সহজেই আপনারা আপনাদের সেট এর ফন্ট চেঞ্জ করতে পারবেন। অবশ্য এর জন্য অবশ্যই রুট ইউজার হতে হবে!
এপ টির নামঃ Bangla Font Installer
এটি অনেক সিমপ্লি ইউজ করা যায়। বলতে গেলে টাচ এন্ড চেঞ্জ।
#ফন্ট চেঞ্জ করার জন্য প্রথমে পোস্টের নিচের দিকে দেওয়া লিংক থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন। এবার এটি আপনার মোবাইল এ ইন্সটল করে নিন। এবার এপটি ওপেন করলেই আপনার কাছে রুট পারমিশন চাইবে। এলাউ করুন। বলতে গেলে আপনার কাজ শেষ। এবার শুধু এপ টিতে দেওয়া যেকোন ফন্ট সিলেক্ট করলেই ইন্সটল হয়ে যাবে। মনে রাখবেন, সেট সাথে সাথে রিবুট হবে। তাই কোন কাজ করতে থাকলে আগেই সেভ করে নিন।
[বিঃ দ্রঃ রুট করার পর কোন কিছু করার আগে অবশ্যই ফুল রম এর ব্যাকআপ রাখবেন। আর উপরের স্টেপ আমি পার্সোনালি ইউজ করেছি এবং আমার সেট এ কাজ করেছে। কিন্তু আপনার সেট এ এটি করতে গিয়ে সেট ব্রিক করলে আমি দায়ী নই। যা করবেন নিজ দায়ীত্বে করবেন]
ধন্যবাদ।
আলোচনাআলোচনা ইমুটিকনইমুটিকন