মাসিক অ্যান্ড্রয়েড নিরাপত্তা দেবে গুগল-স্যামসাং

iklan banner
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোন।অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোন।এখন থেকে প্রতি মাসে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নিরাপত্তা প্যাঁচ হালনাগাদ রাখবে গুগল ও স্যামসাং। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে হ্যাকারদের আক্রমণের ঝুঁকি বেড়ে যাওয়ায় তা নিরাপদ রাখতে উদ্যোগ নিয়েছে গুগল ও স্যামসাং। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি সাইবার গবেষকেরা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে স্ট্রেজফ্রাইট নামের একটি নিরাপত্তা ত্রুটি বের করেন। এই ত্রুটি কাজে লাগিয়ে দূর থেকেই একটি বার্তা পাঠিয়ে ব্যবহারকারীর অজান্তে অ্যান্ড্রয়েড ফোন হ্যাক করা সম্ভব। এই নিরাপত্তা ত্রুটি দূর করতে বিশেষ হালনাগাদ এনেছে গুগল। গুগলের নেক্সাস ৪,৫, ৬,৭, ৯,১০ ও নেক্সাস প্লেয়ারে এই প্যাঁচটি হালনাগাদ করে নেওয়া যাচ্ছে।
বর্তমানে গুগলের অ্যান্ড্রয়েডনির্ভর মোবাইল নির্মাতারা গুগলের কাছ থেকে নিরাপত্তার বিষয়গুলো নিয়ে মাসিক একটি বুলেটিন পান। এখন থেকে সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এটি উন্মুক্ত করে দেবে গুগল।
গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে অ্যান্ড্রয়েডের যেসব নিরাপত্তা প্যাঁচ উন্মুক্ত করা হবে তার হালনাগাদ সবার আছে গুগলের নেক্সাস ডিভাইস ও স্যামসাংয়ের ডিভাইসগুলোতে দেওয়া হবে। গুগলের নেক্সাস ব্যবহারকারীরা দুই বছর পর্যন্ত অ্যান্ড্রয়েডের মূল আপডেট ও তিন বছর পর্যন্ত নিরাপত্তা সুরক্ষা পাবেন। অবশ্য নিরাপত্তা কর্মসূচি নিয়ে স্যামসাংয়ের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তথ্য সূত্র : প্রথম আলো
পরবর্তী পোষ্ট
« Prev Post
পূর্ববর্তী পোষ্ট
Next Post »