২০১৫ সালে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত সকল ছাত্র-ছাত্রী এবং ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রী যারা টেলিটকের আগামী সিম গ্রহণ করে নাই সেইসব ছাত্র-ছাত্রীগণকে টেলিটক দিচ্ছে বিশেষ সুবিধা সম্বলিত সিম “টেলিটক আগামী” একদম ফ্রিতে! রেজিস্ট্রেশন শুরু ০১-০৮-১৫ থেকে। আসুন প্রথমেই জেনে নেওয়া যাক কি কি সুবিধা আছে এই সিমেঃ
“টেলিটক আগামী” সিম এর সুবিধাসমূহঃ
- ৪.১৭ পয়সা/১০সেকেন্ড অর্থাত্ ২৫ পয়সা/মিনিট ভয়েস ও ভিডিও কল দিন-রাত যেকোন টেলিটক নাম্বারে
- ১০ পয়সা/১০ সেকেন্ড অর্থাত্ ৬০ পয়সা/মিনিট ভয়েস কল দিন-রাত অন্য অপারেটরে
- ২৫ পয়সা/এসএমএস যেকোন টেলিটক নাম্বারে
- এছাড়াও নিচের চিত্রে দেখুন দারুন ইন্টারনেট প্যাকেজঃ
তাছাড়াও, প্রতি ২৫ টাকা রিচার্জে ২৫ মিনিট ভয়েস, ২৫ MB ডাটা ও ২৫টি SMS একদম ফ্রি।
যেভাবে 'আগামী সিমের' জন্য রেজিস্ট্রেশন করবেনঃ
- প্রথমে, যেকোন টেলিটক নাম্বার থেকে GPA5<space>Board<space>Roll<space>SSC_Passing _Year<space>Mobile no লিখে ১৬২২২ নাম্বারে এসএমএস করতে হবে৷
- উদাহরণ: GPA5 DHAKA 12345 2010 015০০০০০০০০
- গ্রাহকগণ ফিরতি এসএমএস এ প্রার্থীর নাম, বোর্ড, রোল নং, যোগাযোগের নাম্বার, জিপিএ-৫ রেজিস্ট্রেশন নাম্বার পাবেন৷ জিপিএ-৫ রেজিস্ট্রেশন নাম্বারটি অনলাইনে রেজিস্ট্রেশন করার সময় উল্লেখ করতে হবে৷
- যদি গ্রাহকের বয়স ১৮ বা তার বেশী হয় তবে তার নামে রেজিস্ট্রেশন করতে পারবে৷ অন্যথায় তার বাবা-মা / ভাই-বোন/ চাচা-চাচী / মামা-মামী / খালা-খালু / ভাবী অথবা তার যেকোন আইনানুগ অভিভাবকের নামে রেজিস্ট্রেশন করতে হবে৷
- এরপর অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য http://gpa5.teletalk.com.bd ভিজিট করে প্রয়োজনীয় সকল তথ্য অবশ্যই পূরণ করতে হবে৷
- অনলাইনে তথ্য পূরণের সময় গ্রাহকগণ যে কাস্টমার কেয়ার থেকে আগামী সিম উত্তোলন করতে ইচ্ছুক তা অবশ্যই নির্ধারণ করে দিতে হবে এবং শুধুমাত্র সেই নির্ধারিত কাস্টমার কেয়ার থেকেই সিমটি উত্তোলন করতে হবে৷
- অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন হলে গ্রাহককে অবশ্যই পুরণকৃত ফরমটির প্রিন্ট করে রেখে দিতে হবে যা পরবর্তীতে সিম উত্তোলনের জন্য কাস্টমার কেয়ারে জমা দিতে হবে৷
- গ্রাহকগণ টেলিটকের এই লিঙ্ক (http://gpa5.teletalk.com.bd/public/saf_form.pdf) থেকে গ্রাহক নিবন্ধন ফরম/ User Registration Form থেকে ডাউনলোড করে পূরণ করতে পারবে অথবা যেকোন টেলিটক কাস্টমার কেয়ার এ গিয়ে সরাসরি ফরম পূরণ করতে পারবে৷
- রেজিস্ট্রেশন চলবে ০১/০৮/২০১৫ খ্রিঃ হতে
- সিম উত্তোলনের নির্দিষ্ট তারিখে নিম্নোক্ত ডকুমেন্টসমূহ অবশ্যই সাথে আনতে হবে;
১. অনলাইনে পুরণকৃত রেজিস্ট্রেশন ফরমের প্রিন্ট কপি৷
২. এসএসসি পরীক্ষার এডমিট কার্ড/ সার্টিফিকেট/ মার্কসিট এর মুল কপি এবং ফটোকপি৷
৩. যার নামে রেজিস্ট্রেশন করা হয়েছে তার ছবি – ২ কপি৷
৪. যার নামে রেজিস্ট্রেশন করা হয়েছে তার ভোটার আইডি কার্ড/ ড্রাইভিং লাইসেন্স/পাসপোর্ট এর ফটোকপি৷
৫. অনলাইনে পূরণকৃত গ্রাহক নিবন্ধন ফরম/ User Registration Form এর ২ কপি জমা দিতে হবে অথবা টেলিটক কাস্টমার কেয়ার থেকে User Registration Form সংগ্রহ করে পূরণ করা যাবে৷
আলোচনাআলোচনা ইমুটিকনইমুটিকন