নিজেদের প্রথম ড্রোন তৈরির ঘোষণা দিয়েছে ফেইসবুক। বিশ্বের ইন্টারনেট সংযোগ বঞ্চিত অঞ্চলগুলোতে ইন্টারনেট সেবা চালু করতে ব্যবহার করা হবে ওই ড্রোন।
বিবিসি জানিয়েছে, বোয়িং ৭৩৭-এর মতো ড্রোনটির ডানা দুটি। মাটি থেকে ৯০ হাজার ফিট উপরে একটানা ৯০ দিন উড়তে পারবে ড্রোনটি। চলতি বছরেই মার্কিন যুক্তরাষ্ট্রে ড্রোনটির কার্যক্ষমতা যাচাই করে দেখা হবে।
ফেইসবুকের দাবি প্রতি সেকেন্ডে ১০ গিগাবিট ডেটা ট্রান্সফার করতে পারবে ড্রোনটি।
ফেইসবুকের ভাইস প্রেসিডেন্ট অফ গ্লোবাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার জে পারিখ জানিয়েছেন, যুক্তরাজ্যে ডিজাইন করা হয়েছে ড্রোনটি।
“আমাদের উদ্দেশ্য নতুন নেটওয়ার্ক তৈরি নয়। বরং মোবাইল ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো যেন এর মাধ্যমে বর্তামান প্রযুক্তিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে সেটা।”-- বলেন পারিখ।
অন্যদিকে সাম্প্রতিক প্রকল্পগুলোর পেছনের মূল উদ্দেশ্য নিয়ে সমালোচকদের নানা প্রশ্নের মুখে পরেছে ফেইসবুক। ভারতে ইন্টারনেট ডটঅর্গ প্রকল্প চালু করার স্থানীয়দের ব্যাপক সমালোচনার মুখে পরেছিল সামাজিক যোগাযোগের শীর্ষ মাধ্যমটি।
ফেইসবুকের দাবি প্রতি সেকেন্ডে ১০ গিগাবিট ডেটা ট্রান্সফার করতে পারবে ড্রোনটি।
ফেইসবুকের ভাইস প্রেসিডেন্ট অফ গ্লোবাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার জে পারিখ জানিয়েছেন, যুক্তরাজ্যে ডিজাইন করা হয়েছে ড্রোনটি।
“আমাদের উদ্দেশ্য নতুন নেটওয়ার্ক তৈরি নয়। বরং মোবাইল ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো যেন এর মাধ্যমে বর্তামান প্রযুক্তিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে সেটা।”-- বলেন পারিখ।
অন্যদিকে সাম্প্রতিক প্রকল্পগুলোর পেছনের মূল উদ্দেশ্য নিয়ে সমালোচকদের নানা প্রশ্নের মুখে পরেছে ফেইসবুক। ভারতে ইন্টারনেট ডটঅর্গ প্রকল্প চালু করার স্থানীয়দের ব্যাপক সমালোচনার মুখে পরেছিল সামাজিক যোগাযোগের শীর্ষ মাধ্যমটি।
আলোচনাআলোচনা ইমুটিকনইমুটিকন