[মেগা টিউন] এবার এন্ড্রয়ড দিয়ে যত খুশি Yahoo mail একাউন্ট খুলুন

iklan banner
Yahoo মেইল এর যে কত প্রয়জন তা অনেকেই জানেন। Google মেইল ও Yahoo মেইল ছাড়া অনেক সময় বিভিন্ন ওয়েবে যেমন একাউন্ট খোলা যায় না, তেমনি যোগাযোগের ক্ষেত্রেও এটি অভূতপুর্ব ভূমিকা পালন করে থাকে।

তবে সমস্যার কথা হল, একটা Yahoo মেইল খুলতে চায় একটা করে মোবাইল নাম্বার :-(


{ বি:দ্র: অনেকেই ডেক্সটপ দিয়ে Yahoo মেইল মোবাইল ভেরিফাই করা বাদেই তৈরী করতে পারেন।তবে এন্ড্রয়ড নিয়ে এ রকম কোন টিউন চোখে পড়ল না।টিউন করতে তাই বসে গেলাম। } :-)


টিউনটি পড়ার পরে আপনাকে কোন দিনই Yahoo মেইল এর মোবাইল ভেরিফাই নিয়ে চিন্তা করতে হবে না 😀


প্রয়জনীয় উপকরন



১.একটি এন্ড্রয়ড স্মার্টফোন :-)
২.Mozila firefox অথবা Flashfox ব্রাউজার।আপনাদের স্টকে না থাকলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন বা গুগল প্লে থেকে ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করুন
৩.ইন্টারনেট সংযোগ 😛


ধাপসমূহ


 
ব্রাউজারটি না থাকলে ডাউনলোড দিন ও ইনস্টল দিয়ে ওপেন করুন 😀

এবার স্মার্টফোনের মেনু বাটনে টার্চ করুন ও Tools এ যান



এবার Add - ons এ টার্চ করুন


 
Browse all firefox add - ons এ টার্চ করুন


 
সার্চ বক্স এ Desktop লিখে সার্চ দিন।এবার Desktop mod add - on এর ভিতর যান।



Add to firefox এ ক্লিক করুন



এবার একটু ওয়েট করুন ২০০-৩০০ কেবির কিছু ডাউনলোড নিবে, তারপর Install লেখা দেখাবে।টার্চ করুন সেখানে
 

 
এবার mail.yahoo.com এ গিয়ে Create account এ প্রবেশ করুন।সকল তথ্য দিয়ে Create account এ টার্চ করুন।
 


এইবার চিত্রের মতো একটি ভেরিফিকেশন দেখতে পারবেন।ঠিকমত মিলিয়ে Submit code এ চাপুন।
 

 
স্বাগতম।আপনি সফল হয়েছেন।১৫ সেকেন্ড এই পেজে ওয়েট করুন। আপনার মেইল এর হোমপেজে পৌছে দিবে 😀



 
ব্যাস কাজ শেষ মামা।আশা রাখি আর কোন সমস্যা হবে না।এই ভাবে যত খুশি তত একাউন্ট খুলতে পারবেন 😀
পরবর্তী পোষ্ট
« Prev Post
পূর্ববর্তী পোষ্ট
Next Post »