বছরের শীর্ষ গেমের সিংহাসন দখল করে নিয়েছে ফার্স্ট পারসন শুটিং গেম ‘কল অফ ডিউটি: ব্ল্যাক অপস ৩’। এখন পর্যন্ত কল অফ ডিউটি ফ্র্যাঞ্চাইজের গেমগুলোর ২৫ কোটি কপি বিক্রি হয়েছে বিশ্বব্যাপী।
বছরের শীর্ষ গেমের সিংহাসন দখল করে নিয়েছে ফার্স্ট পারসন শুটিং গেম ‘কল অফ ডিউটি: ব্ল্যাক অপস ৩’। এখন পর্যন্ত কল অফ ডিউটি ফ্র্যাঞ্চাইজের গেমগুলোর ২৫ কোটি কপি বিক্রি হয়েছে বিশ্বব্যাপী। ‘ব্ল্যাক অপস ৩’-এর পিএস৪, এক্সবক্স ওয়ান, এক্সবক্স ৩৬০, পিসএস৩ এবং পিসি সংস্করণ বাজারে আসে ২০১৫ সালের ৬ নভেম্বর। এরপর দুই মাসেরও কম সময়ে বছরের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গেম এর স্থান দখল করে নিয়েছে গেমটি। গেমটির প্রকাশক অ্যাক্টিভিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৫ সালে বাজারে আসা সব গেমের মধ্যে যুক্তরাষ্ট্রের বাজারে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ‘কল অফ ডিউটি: ব্ল্যাক অপস ৩’। মুনাফার হিসাবেও সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বীর থেকে অনেক এগিয়ে আছে গেমটি।
বছরের শীর্ষ গেমের সিংহাসন দখল করে নিয়েছে ফার্স্ট পারসন শুটিং গেম ‘কল অফ ডিউটি: ব্ল্যাক অপস ৩’। এখন পর্যন্ত কল অফ ডিউটি ফ্র্যাঞ্চাইজের গেমগুলোর ২৫ কোটি কপি বিক্রি হয়েছে বিশ্বব্যাপী। ‘ব্ল্যাক অপস ৩’-এর পিএস৪, এক্সবক্স ওয়ান, এক্সবক্স ৩৬০, পিসএস৩ এবং পিসি সংস্করণ বাজারে আসে ২০১৫ সালের ৬ নভেম্বর। এরপর দুই মাসেরও কম সময়ে বছরের সবচেয়ে বেশি বিক্রি হওয়া গেম এর স্থান দখল করে নিয়েছে গেমটি। গেমটির প্রকাশক অ্যাক্টিভিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৫ সালে বাজারে আসা সব গেমের মধ্যে যুক্তরাষ্ট্রের বাজারে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ‘কল অফ ডিউটি: ব্ল্যাক অপস ৩’। মুনাফার হিসাবেও সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বীর থেকে অনেক এগিয়ে আছে গেমটি।
আলোচনাআলোচনা ইমুটিকনইমুটিকন